৭ (paglini tor lage ki)

পাগলিনী, তোর লাগি   কী আমি করিব বল্‌।

কোথায় রাখিব তোরে   খুঁজে না পাই ভূমণ্ডল

আদরের ধন তুমি,                আদরে রাখিব আমি--

আদরিণী, তোর লাগি   পেতেছি এ বক্ষস্থল।

আয় তোরে বুকে রাখি-- তুমি দেখো, আমি দেখি--

শ্বাসে শ্বাস মিশাইব, আঁখিজলে আঁখিজল।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1286

রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.