১০০ (pakhi tor sur bhulis ne)

পাখি, তোর সুর ভুলিস নে--

আমার প্রভাত হবে বৃথাজানিস কি তা।

অরুণ-আলোর করুণ পরশ      গাছে গাছে লাগে,

    কাঁপনে তার তোরই যে সুর জাগে--

তুই     ভোরের আলোর মিতা জানিস কি তা।

        আমার জাগরণের মাঝে

রাগিণী তোর মধুর বাজে          জানিস কি তা।

আমার রাতের স্বপনতলে        প্রভাতী তোর কী যে বলে

                নবীন প্রাণের গীতা

                    জানিস কি তা॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1347

রচনাকাল (খৃষ্টাব্দ): ডিসেম্বর, ১৯৪০

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.