৯৫ (prem esechhilo nishabdo charane)

        প্রেম এসেছিল নিঃশব্দচরণে।

তাই    স্বপ্ন মনে হল তারে--

        দিই নি তাহারে আসন।

বিদায় নিল যবে, শব্দ পেয়ে      গেনু ধেয়ে।

        সে তখন স্বপ্ন কায়াবিহীন

            নিশীথতিমিরে বিলীন--

দূরপথে দীপশিখা        রক্তিম মরীচিকা॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ এপ্রিল, ১৯৪০

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.