৯৮ (shraboner baridhara jharichhe)

শ্রাবণের বারিধারা   ঝরিছে বিরামহারা।

     বিজন শূন্য-পানে              চেয়ে থাকি একাকী।

দূর দিবসের তটে মনের আঁধার পটে

     অতীতের অলিখিত          লিপিখানি লেখা কি।

বিদ্যুৎ মেঘে মেঘেগোপন বহ্নিবেগে

     বহি আনে বিস্মৃত            বেদনার রেখা কি।

যে ফিরে মালতীবনে, সুরভিত সমীরণে

     অন্তসাগরতীরে পাব তার দেখা কি॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ ভাদ্র, ১৩৪৭

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ সেপ্টেম্বর, ১৯৪০

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.