৪১ (sohe na jatona dibos)

        সহে না যাতনা

    দিবস গণিয়া গণিয়া বিরলে

নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে--

        সখা হে, এলে না।

        সহে না যাতনা॥

দিন যায়, রাত যায়, সব যায়--

        আমি বসে হায়!

দেহে বল নাই, চোখে ঘুম নাই--

শুকায়ে গিয়াছে আঁখিজল।

একে একে সব আশা ঝ'রে ঝ'রে প'ড়ে যায়--

        সহে না যাতনা॥

রাগ: মিশ্র বেহাগ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.