২৯ (tare deho go ani)
তারে দেহো গো আনি।
ওই রে পুরায় বুঝি অন্তিম যামিনী॥
একটি শুনিব কথা, একটি শুনাব ব্যথা--
শেষবার দেখে নেব সেই মধুমুখানি॥
ওই কোলে জীবনের শেষ সাধ মিটিবে,
ওই কোলে জীবনের শেষ স্বপ্ন ছুটিবে।
জনমে পুরে নি যাহা আজ কি পুরিবে তাহা।
জীবনের সব সাধ ফুরাবে এখনি?
রাগ: বেহাগ
তাল: আড়াঠেকা
রচনাকাল (বঙ্গাব্দ): 1286
রচনাকাল (খৃষ্টাব্দ): 1879