৬৩ (tarun prater arun akash)

তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো,

নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো।

এমনি নিবিড় ক'রে       এরা     দাঁড়ায় হৃদয় ভ'রে--

তাই তো আমি জানি    বিপুল বিশ্বভুবনখানি

অকুল-মানস-সাগর-জলে কমল টলোমলো।

তাই তো আমি জানি-- আমি    বাণীর সাথে বাণী,

আমি গানের সাথে গান, আমি   প্রাণের সাথে প্রাণ,

আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ কার্তিক, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অক্টোবর, ১৯১৫

রচনাস্থান: শ্রীনগর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.