- তুমি ইন্দ্রমণির হার
- না না না, বন্ধু
- ও জান না কি
- থামো, থামো, কোথায় চলেছ
- এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে
- ভালো ভালো, তুমি দেখব পালাও কোথা
- হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব
- ফিরে যাও, কেন ফিরে ফিরে যাও
- মায়াবনবিহারিনী হরিণী
- হতাশ হোয়ো না
- জীবনে পরম লগন করো না হেলা
- ধরা সে যে দেয় নাই
- ধর্ ধর্, ওই চোর
- আহা মরি মরি
- সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে
- তোমাদের একি ভ্রান্তি
- চুরি হয়ে গেছে রাজকোষে
- এ কী খেলা হে সুন্দরী
- রাজার প্রহরী ওরা অন্যায় অপবাদে
- ন্যায় অন্যায় জানি নে
- এতদিন তুমি সখা
- আমার জীবনপাত্র উচ্ছলিয়া
- তোমার প্রেমের বীর্যে
- প্রহরী, ওগো প্রহরী
- বুক যে ফেটে যায়
- নাম লহো দেবতার
- থাম্ রে, থাম্ রে তোরা
- কোন অপরূপ স্বর্গের আলো
- বাজে গুরুগুরু শঙ্কার ডঙ্কা
- হে বিদেশী, এসো এসো
- এ কী আনন্দ
- বোলো না, বোলো না
- জেনো প্রেম চিরঋণী
- প্রেমের জোয়ারে ভাসবে দোঁহারে
- হায়, হায় রে, হায় পরবাসী
- পুরী হতে পালিয়েছে যে পুরসুন্দরী
- রাজভবনের সমাদর সম্মান ছেড়ে
- দাঁড়াও, কোথা চলো
- কোন বাঁধনের গ্রন্থি
- হৃদয়-বসন্তবনে যে মাধুরী বিকাশীল
- কহো কহো মোরে প্রিয়ে
- নীরবে থাকিস সখী
- কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত
- কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা
- ক্ষমা করো নাথ
- এ জন্মের লাগি
- হায়, এ কী সমাপন
- তোমায় দেখে মনে লাগে ব্যথা
- এসো এসো, এসো প্রিয়ে
- হায় রে, হায় রে নূপুর
- সব কিছু কেন নিলো না
- এসো এসো, এসো প্রিয়ে
- এসেছি প্রিয়তম
- ক্ষমিতে পারিলাম না যে