১৩ (dhor dhor oi chor)

         ধর্‌ ধর্‌ ওই চোর, ওই চোর।

         নই আমি নই চোর, নই চোর, নই চোর--

অন্যায় অপবাদে আমারে ফেলো না ফাঁদে।

        ওই বটে, ওই চোর, ওই চোর, ওই চোর।

রাগ: মালকোষ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.