দাও হে আমার ভয় ভেঙে দাও। আমার দিকে ও মুখ ফিরাও॥ কাছে থেকে চিনতে নারি, কোন্ দিকে যে কী নেহারি, তুমি আমার হৃদ্বিহারী হৃদয়পানে হাসিয়া চাও॥ বলো আমায় বলো কথা, গায়ে আমার পরশ করো। দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধরো। যা বুঝি সব ভুল বুঝি হে, যা খুঁজি সব ভুল খুঁজি হে-- হাসি মিছে,কান্না মিছে, সামনে এসে এ ভুল ঘুচাও॥
আরো আরো প্রভু, আরো আরো। এমনি করে আমায় মারো। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই? যা কিছু আছে সব কাড়ো কাড়ো। এবার যা করবার তা সারো সারো। আমি হারি কিম্বা তুমিই হারো! হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা, দেখি কেমনে কাঁদাতে পারো।