১১ (jibone porom logon koro na)

             জীবনে পরম লগন কোরো না হেলা,

            হে গরবিনী।

বৃথাই কাটিবে বেলা,     সাঙ্গ হবে যে খেলা--

সুধার হাটে ফুরাবে বিকিকিনি,

            হে গরবিনী।

মনের মানুষ লুকিয়ে আসে,

      দাঁড়ায় পাশে,   হায়--

হেসে চলে যায় জোয়ারজলে

            ভাসিয়ে ভেলা,

দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি,

            হে গরবিনী।

ফাগুন যখন যাবে গো নিয়ে

            ফুলের ডালা

কী দিয়ে তখন গাঁথিবে তোমার

            বরণমালা।

বাজবে বাঁশি দূরের হাওয়ায়,

চোখের জলে শূন্যে চাওয়ায়

            কাটবে প্রহর--

বাজবে বুকে বিদায়পথে চরণ-ফেলা দিনযামিনী,

            হে গরবিনী॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.