তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥ ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না ॥ বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না ॥
গোপন প্রাণে একলা মানুষ যে তারে কাজের পাকে জড়িয়ে রাখিস নে॥ তার একলা ঘরের ধেয়ান হতে উঠুক-না গান নানা স্রোতে, তার আপন সুরের ভুবন-মাঝে তারে থাকতে দে॥ তোর প্রাণের মাঝে একলা মানুষ যে তারে দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে। কোন্ আরেক একা ওরে খোঁজে, সেই তো ওরই দরদ বোঝে-- যেন পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে॥
জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে, আমি সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের শেষে ॥ সেথায় প্রেমের চরম সাধন, যায় খসে তার সকল বাঁধন-- মোর হৃদয়পাখির গগন তোমার হৃদয়দেশে ॥ ওগো, জানি আমার শ্রান্ত দিনের সকল ধারা তোমার গভীর রাতের শান্তিমাঝে ক্লান্তিহারা। আমার দেহে ধরার পরশ তোমার সুধায় হল সরস-- আমার ধুলারই ধন তোমার মাঝে নূতন বেশে ॥