৩ (o jano na ki)

                      জান না কি

    পিছনে তোমার রয়েছে রাজার চর।

         জানি জানি, তাই তো আমি

                 চলেছি দেশান্তর।

এ মানিক পেলেম আমি অনেক দেবতা পূজে,

              বাধার সঙ্গে যুঝে--

এ মানিক দেব যারে অমনি তারে পাব খুঁজে,

              চলেছি দেশ-দেশান্তর॥

রাগ: বিভাস-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.