৩৬ (puri hate paliyechhe je)

         পুরি হতে পালিয়েছে যে পুরসুন্দরী

কোথা তারে ধরি, কোথা তারে ধরি।

      রক্ষা রবে না, রক্ষা রবে না--

      এমন ক্ষতি রাজার সবে না,

                  রক্ষা রবে না।

বন হতে কেন গেল অশোকমঞ্জরী

ফাল্গুনের অঙ্গন শূন্য করি।

      ওরে কে তুই ভুলালি,

      তারে কে তুই ভুলালি--

ফিরিয়ে দে তারে মোদের বনের দুলালী,

      তারে কে তুই ভুলালি।

রাগ: মিশ্র শঙ্করা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.