১৯ (rajar prohori ora onyay opobade)

            রাজার প্রহরী ওরা অন্যায় অপবাদে

নিরীহের প্রাণ বধিবে ব'লে কারাগারে বাঁধে।

ওগো শোনো, ওগো শোনো, ওগো শোনো,

      আছ কি বীর কোনো,

দেবে কি ওরে জড়িয়ে মরিতে

      অবিচারের ফাঁদে

            অন্যায় অপবাদে।

রাগ: কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.