১৫ (sundarer bandhan nishthurer hate)

             সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে

            ঘুচাবে কে।

নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে

            মুছাবে কে।

আর্তের ক্রন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা,

অন্যায়ের আক্রমণে বিষবাণে জর্জরা--

প্রবলের উৎপীড়নে কে বাঁচাব দুর্বলেরে,

অপমানিতেরে কার দয়া বক্ষে লবে ডেকে।

রাগ: মিশ্র কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.