২৭ (tham re tham re tora)
থাম্ রে, থাম্ রে তোরা, ছেড়ে দে, ছেড়ে দে--
দোষী ও-যে নয় নয়, মিথ্যা মিথ্যা সবই,
আমারি ছলনা ও যে--
বেঁধে নিয়ে যা মোরে
রাজার চরণে।
চুপ করো, দূরে যাও, দূরে যাও নারী--
বাধা দিয়ো না, বাধা দিয়ো না।
রাগ: বেহাগ-কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী