৪ (thamo thamo kothay chalechho)
থামো থামো,
কোথায় চলেছ পালায়ে
সে কোন্ গোপন দায়ে।
আমি নগর-কোটালের চর।
আমি বণিক, আমি চলেছি
আপন ব্যবসায়ে,
চলেছি দেশান্তর।
কী আছে তোমার পেটিকায়।
আছে মোর প্রাণ আছে মোর শ্বাস।
খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস।
রাগ: বিভাস-কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী