৩৮ (aji e bharat)

              আজি এ ভারত লজ্জিত হে,

                হীনতাপঙ্কে মজ্জিত হে ॥

নাহি পৌরুষ, নাহি বিচারণা,         কঠিন তপস্যা, সত্যসাধনা--

     অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবর্জিত হে ॥

ধিক্‌কৃত লাঞ্ছিত পৃথ্বী 'পরে,          ধূলিবিলুন্ঠিত সুপ্তিভরে--

     রুদ্র, তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে ॥

পর্বতে প্রান্তরে নগরে গ্রামে    জাগ্রত ভারত ব্রহ্মের নামে,

     পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে ॥

রাগ: ভূপালী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: সরলা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.