৯ (amra milechhi aj)

                   আমরা   মিলেছি আজ মায়ের ডাকে।

          ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে?।

          প্রাণের মাঝে থেকে থেকে   'আয়' ব'লে ওই ডেকেছে কে,

সেই          গভীর স্বরে উদাস করে--         আর কে কারে ধরে রাখে?।

          যেথায় থাকি যে যেখানে   বাঁধন আছে প্রাণে প্রাণে,

সেই          প্রাণের টানে টেনে আনে-- সেই   প্রাণের বেদন জানে না কে?।

          মান অপমান গেছে ঘুচে,   নয়নের জল গেছে মুছে--

সেই          নবীন আশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে ॥

          কত দিনের সাধনফলে   মিলেছি আজ দলে দলে--

আজ    ঘরের ছেলে সবাই মিলে   দেখা দিয়ে আয় রে মাকে ॥

রাগ: রামপ্রসাদী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: সরলা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.