২০ (banglar mati banglar jal)

বাংলার মাটি, বাংলার জল,   বাংলার বায়ু, বাংলার ফল--

পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ॥

বাংলার ঘর, বাংলার হাট,   বাংলার বন, বাংলার মাঠ--

পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান ॥

বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা--

সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান ॥

বাঙালির প্রাণ, বাঙালির মন,   বাঙালির ঘরে যত ভাই বোন--

এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ॥

রাগ: কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.