৪৪ (bidhir badhan katbe)

          বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান--

              তুমি কি   এমন শক্তিমান!

আমাদের   ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান--

              তোমাদের   এমনি অভিমান ॥

     চিরদিন টানবে পিছে,   চিরদিন   রাখবে নীচে--

     এত বল   নাই রে তোমার,   সবে না সেই টান ॥

শাসনে   যতই ঘেরো   আছে বল   দুর্বলেরও,

     হও-না   যতই বড়ো   আছেন ভগবান।

          আমাদের   শক্তি মেরে   তোরাও   বাঁচবি নে রে,

              বোঝা তোর   ভারী হলেই ডুববে তরীখান।

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২১ আশ্বিন, ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

রচনাস্থান: গিরিডি

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.