৪২ (byartha praner abarjana puriye)

ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।

একলা রাতের অন্ধকারে   আমি চাই   পথের আলো ॥

     দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু,

     বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু--

পালায় ছুটে সুপ্তিরাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো ॥

     নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি--

     দেখতে তোমায় না যদি পাই নাই-বা দেখি।

     ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া,

ভাব্‌নাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া

বজ্রশিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৪০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.