২৮ (jadi tor bhabna)

যদি তোর   ভাবনা থাকে ফিরে যা-না।   তবে তুই   ফিরে যা-না।

              যদি তোর   ভয় থাকে তো করি মানা ॥

যদি তোর   ঘুম জড়িয়ে থাকে গায়ে   ভুলবি যে পথ পায়ে পায়ে,

যদি তোর   হাত কাঁপে তো নিবিয়ে আলো সবারে করবি কানা ॥

যদি তোর   ছাড়তে কিছু না চাহে মন   করিস ভারী বোঝা আপন--

তবে তুই   সইতে কভু পারবি নে রে   এ বিষম পথের টানা ॥

যদি তোর   আপনা হতে অকারণে   সুখ সদা না জাগে মনে

তবে তুই   তর্ক ক'রে সকল কথা করিবি নানাখানা ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.