২৭ (ore tora nei ba katha)

                   ওরে, তোরা   নেই বা কথা বললি,

     দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী ॥

মরিস মিথ্যে ব'কে ঝ'কে,   দেখে কেবল হাসে লোকে,

     নাহয়   নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি ॥

অন্তরে তোর আছে কী যে   নেই রটালি নিজে নিজে,

     নাহয়   বাদ্যগুলো বন্ধ রেখে চুপেচাপেই চললি ॥

কাজ থাকে তো কর্‌ গে না কাজ,   লাজ থাকে তো ঘুচা গে লাজ,

     ওরে,   কে যে তোরে কী বলেছে নেই বা তাতে টললি ॥

রাগ: বাউল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.