প্রশ্ন (prashno)

শ্মাশান হতে বাপ ফিরে এল।

তখন সাত বছরের ছেলেটি-- গা খোলা, গলায় সোনার তাবিজ--একলা গলির উপরকার জানলার ধারে।

কী ভাবছে তা সে আপনি জানে না।

সকালের রৌদ্র সামনের বাড়ির নিম গাছটির আগডালে দেখা দিয়েছে; কাঁচাআম-ওয়ালা গলির মধ্যে এসে হাঁক দিয়ে দিয়ে ফিরে গেল।

বাবা এসে খোকাকে কোলে নিলে; খোকা জিজ্ঞাসা করলে, 'মা কোথায়।'

বাবা উপরের দিকে মাথা তুলে বললে, 'স্বর্গে।'

  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.