অদৃষ্টের হাতে লেখা (adrishter hate lekha)

অদৃষ্টের হাতে লেখা সূক্ষ্ম এক রেখা,

সেই পথ বয়ে সবে হয় অগ্রসর।

কত শত ভাগ্যহীন ঘুরে মরে সারাদিন

প্রেম পাইবার আগে মৃত্যু দেয় দেখা,

এত দূরে আছে তার প্রাণের দোসর!

কখন বা তার চেয়ে ভাগ্য নিরদয়,

প্রণয়ী মিলিল যদি--অতি অসময়!

"হৃদয়টি?' "দিয়াছি তা!' কান্দিয়া সে কহে,

"হাতখানি প্রিয়তম?' "নহে, নহে, নহে!'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.