বিদেশী ফুলের গুচ্ছ - ৬ (hasir somoy baro nei)

হাসির সময় বড়ো নেই,

দু দণ্ডের তরে গান গাওয়া।

নিমেষের মাঝে চুমো খেয়ে

মুহূর্তে ফুরাবে চুমো খাওয়া।

বেলা নাই শেষ করিবারে

অসম্পূর্ণ প্রেমের মন্ত্রণা--

সুখস্বপ্ন পলকে ফুরায়,

তার পরে জাগ্রত যন্ত্রণা।

কিছু ক্ষণ কথা কয়ে লও,

তাড়াতাড়ি দেখে লও মুখ,

দু দণ্ডের খোঁজ দেখাশুনা--

ফুরাইবে খুঁজিবার সুখ।

বেলা নাই কথা কহিবারে

যে কথা কহিতে ফাটে প্রাণ।

দেবতারে দুটো কথা ব'লে

পূজার সময় অবসান।

কাঁদিতে রয়েছে দীর্ঘ দিন--

জীবন করিতে মরুময়,

ভাবিতে রয়েছে চিরকাল--

ঘুমাইতে অনন্ত সময়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.