বিদেশী ফুলের গুচ্ছ - ১৩ (nohe nohe e mone moron)

       নহে নহে এ মনে মরণ।

সহসা এ প্রাণপূর্ণ নিশ্বাসবাতাস

       নীরবে করে যে পলায়ন,

আলোতে ফুটায় আলো এই আঁখিতারা

       নিবে যায় একদা নিশীথে,

বহে না রুধিরনদী, সুকোমল তনু

       ধূলায় মিলায় ধরণীতে,

ভাবনা মিলায় শূন্যে, মৃত্তিকার তলে

       রুদ্ধ হয় অময় হৃদয়--

এই মৃত্যু? এ তো মৃত্যু নয়।

       কিন্তু রে পবিত্র শোক যায় না যে দিন

পিরিতির স্মিরিতিমন্দিরে,

       উপেক্ষিত অতীতের সমাধির 'পরে

তৃণরাজি দোলে ধীরে ধীরে,

       মরণ-অতীত চির-নূতন পরান

স্মরণে করে না বিচরণ--

       সেই বটে সেই তো মরণ!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.