২০ (bishudada dirghobopu drirhobahu)

বিশুদাদা--

দীর্ঘবপু, দৃঢ়বাহু, দুঃসহ কর্তব্যে নাহি বাধা,

বুদ্ধিতে উজ্জ্বল চিত্ত তার

সর্বদেহে তৎপরতা করিছে বিস্তার।

তন্দ্রার আড়ালে

রোগক্লিষ্ট ক্লান্ত রাত্রিকালে

মূর্তিমান শক্তির জাগ্রত রূপ প্রাণে

বলিষ্ঠ আশ্বাস বহি আনে,

নির্নিমেষ নক্ষত্রের মাঝে

যেমন জাগ্রত শক্তি নিঃশব্দ বিরাজে

অমোঘ আশ্বাসে

সুপ্ত রাত্রে বিশ্বের আকাশে।

যখন শুধায় মোরে, দুঃখ কি রয়েছে কোনোখানে

মনে হয়, নাই তার মানে--

দুঃখ মিছে ভ্রম,

আপন পৌরুষে তারে আপনি করিব অতিক্রম।

সেবার ভিতরে শক্তি দুর্বলের দেহে করে দান

বলের সম্মান।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.