১৫ (khyati ninda par haye)

খ্যাতি নিন্দা পার হয়ে জীবনের এসেছি প্রদোষে,

বিদায়ের ঘাটে আছি বসে।

আপনার দেহটারে অসংশয়ে করেছি বিশ্বাস,

জরার সুযোগ পেয়ে নিজেরে সে করে পরিহাস,

সকল কাজেই দেখি কেবলি ঘটায় বিপর্যয়,

আমার কর্তৃত্ব করে ক্ষয়;

সেই অপমান হতে বাঁচাতে যাহারা

অবিশ্রাম দিতেছে পাহারা,

পাশে যারা দাঁড়ায়েছে দিনান্তের শেষ আয়োজনে,

নাম না'ই বলিলাম তাহারা রহিল মনে মনে।

তাহারা দিয়েছে মোরে সৌভাগ্যের শেষ পরিচয়,

ভুলায়ে রাখিছে তারা দুর্বল প্রাণের পরাজয়;

এ কথা স্বীকার তারা করে

খ্যাতি প্রতিপত্তি যত সুযোগ্য সক্ষমদের তরে;

তাহারাই করিছে প্রমাণ

অক্ষমের ভাগ্যে আছে জীবনের শ্রেষ্ঠ সেই দান।

সমস্ত জীবন ধরে খ্যাতির খাজনা দিতে হয়,

কিছু সে সহে না অপচয়;

সব মূল্য ফুরাইলে যে দৈন্য প্রেমের অর্ঘ্য আনে

অসীমের স্বাক্ষর সেখানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.