১২ (swar khola chhilo mone)

দ্বার খোলা ছিল মনে, অসর্তকে সেথা অকস্মাৎ

লেগেছিল কী লাগিয়া কোথা হতে দুঃখের আঘাত;

সে লজ্জায় খুলে গেল মর্মতলে প্রচ্ছন্ন যে বল

জীবনের নিহিত সম্বল।

ঊর্ধ্ব হতে জয়ধ্বনি

অন্তরে দিগন্তপথে নামিল তখনি,

আনন্দের বিচ্ছুরিত আলো

মুহূর্তে আঁধার-মেঘ দীর্ণ করি হৃদয়ে ছড়ালো।

ক্ষুদ্র কোটরের অসম্মান

লুপ্ত হল, নিখিলের আসনে দেখিনু নিজ স্থান,

আনন্দে আনন্দময়

চিত্ত মোর করি নিল জয়,

উৎসবের পথ

চিনে নিল মুক্তিক্ষেত্রে সগৌরবে আপন জগৎ।

দুঃখ-হানা গ্লানি যত আছে,

ছায়া সে, মিলালো তার কাছে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.