২৭ (amar kachhe raja amar railo ojana)

     আমার কাছে রাজা আমার রইল অজানা।

          তাই সে যখন তলব করে খাজানা

     মনে করি পালিয়ে গিয়ে দেব তারে ফাঁকি,

              রাখব দেনা বাকি।

     যেখানেতেই পালাই আমি গোপনে

     দিনে কাজের আড়ালেতে, রাতে স্বপনে,

              তলব তারি আসে

              নিশ্বাসে নিশ্বাসে।

 

     তাই জেনেছি, আমি তাহার নইকো অজানা।

              তাই জেনেছি ঋণের দায়ে

                       ডাইনে বাঁয়ে

     বিকিয়ে বাসা নাইকো আমার ঠিকানা।

              তাই ভেবেছি জীবন-মরণে

     যা আছে সব চুকিয়ে দেব চরণে।

              তাহার পরে

                    নিজের জোরে

                           নিজেরি স্বত্বে

     মিলবে আমার আপন বাসা তাঁহার রাজত্বে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.