১৫ (mor gan era sob shoibaler dol)

          মোর গান এরা সব শৈবালের দল,

     যেথায় জন্মেছে সেথা আপনারে করে নি অচল।

          মূল নাই, ফুল আছে, শুধু পাতা আছে,

     আলোর আনন্দ নিয়ে জলের তরঙ্গে এরা নাচে।

          বাসা নাই, নাইকো সঞ্চয়,

     অজানা অতিথি এরা কবে আসে নাইকো নিশ্চয়।

 

          যেদিন-শ্রাবণ নামে দুর্নিবার মেঘে,

              দুই কূল ডোবে স্রোতোবেগে,

              আমার শৈবালদল

                 উদ্দাম চঞ্চল,

                 বন্যার ধারায়

                 পথ যে হারায়

                  দেশে দেশে

          দিকে দিকে যায় ভেসে ভেসে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.