১৮ (ham jan na raba sajani)

হম যব না রব সজনী,

নিভৃত বসন্ত-নিকুঞ্জবিতানে

আসবে নির্মল রজনী,

মিলনপিপাসিত আসবে যব সখি

শ্যাম হমারি আশে,

ফুকারবে যব রাধা রাধা

মুরলী ঊরধ শ্বাসে,

যব সব গোপিনী আসবে ছুটই,

যব হম আসব না,

যব সব গোপিনী জাগবে চমকই,

যব হম জাগব না,

তব কি কুঞ্জপথ হমারি আশে

হেরবে আকুল শ্যাম?

বন বন ফেরই সো কি ফুকারবে

রাধা রাধা নাম?

না যমুনা, সো এক শ্যাম মম,

শ্যামক শত শত নারী --

হম যব যাওব শত শত রাধা

চরণে রহবে তারি।

তব সখি যমুনে, যাই নিকুঞ্জে,

কাহ তয়াগব দে?

হমারি লাগি এ বুন্দাবনমে,

কহ সখি, রোয়ব কে?

ভানু কহে চুপি -- মানভরে রহ,

আও বনে, ব্রজনারী,

মিলবে শ্যামক থরথর আদর

ঝরঝর লোচনবারি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.