১২ (shyam mukhe tabo madhur )

শ্যাম, মুখে তব মধুর অধরমে

হাস বিকশিত কায়

কোন স্বপন অব দেখত মাধব,

কহবে কোন হমায়!

নীদ-মেঘ'পর স্বপনবিজলিসম

রাধা বিলসত হাসি।

শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব

তুঁহুক প্রেমঋণরাশি।

বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি?

শ্যাম ঘুমায় হমারা,

রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব

শীতল জোছনধারা।

তারকমালিনী সুন্দর যামিনী

অবহুঁ ন যাও রে ভাগি,

নিরদয় রবি, অব কাহ তু আওলি

জ্বাললি বিরহক আগি।

ভানু কহত অব -- অব রবি অতি নিষ্ঠুর

নলিন-মিলন অভিলাষে

কত নরনারীক মিলন টুটাওত

ডারত বিরহহুতাশে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.