দান (dan)

             হে উষা তরুণী,

নিশীথের সিন্ধুতীরে নিঃশব্দের মন্ত্রস্বর শুনি

যেমনি উঠিলে জেগে, দেখিলে তোমার শয্যাশেষে

             তোমারি উদ্দেশে

        রেখেছে ফুলের ডালি

                   শিশিরে প্রক্ষালি

কোন্‌ মহা-অন্ধকারে কে প্রেমিক প্রচ্ছন্ন সুন্দর।

             তোমারে দিয়েছে বর

তোমার অজ্ঞাতে

                   সুপ্তিঢাকা রাতে,

        তব শুভ্র আলোকেরে করিয়া স্মরণ

                   আগে হতে করেছে বরণ।

        নিজেরে আড়াল করি

             বর্ণে গন্ধে ভরি

                       প্রেমের দিয়েছে পরিচয়

                            ফুলেরে করিয়া বাণীময়।

 

মৌনী তুমি, মুগ্ধ তুমি, স্তব্ধ তুমি, চক্ষু ছলোছলো--

             কথা কও, বলো কিছু বলো,

       তোমার পাখির গানে

             পাঠাও সে-অলক্ষ্যের পানে

                   প্রতিভাষণের বাণী,

   বলো তারে-- হে অজানা, জানি আমি জানি,

             তুমি ধন্য, তুমি প্রিয়তম,

                        নিমেষে নিমেষে তুমি চিরন্তন মম।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.