গোয়ালিনী (goyalini)

হাটেতে চল পথের বাঁকে বাঁকে,

হে গোয়ালিনী, শিশুরে নিয়ে কাঁখে।

       হাটের সাথে ঘরের সাথে

       বেঁধেছ ডোর আপন হাতে

                পরুষ কলকোলাহলের ফাঁকে।

 

হাটের পথে জানি না কোন্‌ ভুলে

কৃষ্ণকলি উঠিছে ভরি ফুলে।

       কেনাবেচার বাহনগুলা

       যতই কেন উড়াক ধুলা

                তোমারি মিল সে ওই তরুমূলে।

 

শালিখপাখি আহারকণা-আশে

মাঠের 'পরে চরিছে ঘাসে ঘাসে।

       আকাশ হতে প্রভাতরবি

       দেখিছে সেই প্রাণের ছবি,

                তোমারে আর তাহারে দেখে হাসে।

 

মায়েতে আর শিশুতে দোঁহে মিলে

ভিড়ের মাঝে চলেছ নিরিবিলে।

       দুধের ভাঁড়ে মায়ের প্রাণ

       মাধুরী তার করিল দান,

                লোভের ভালে স্নেহের ছোঁওয়া দিলে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.