দেবতার বিদায় (debotar biday)

দেবতামন্দিরমাঝে ভকত প্রবীণ

জপিতেছে জপমালা বসি নিশিদিন।

হেনকালে সন্ধ্যাবেলা ধুলিমাখা দেহে

বস্ত্রহীন জীর্ণ দীন পশিল সে গেহে।

কহিল কাতরকণ্ঠে "গৃহ মোর নাই

এক পাশে দয়া করে দেহো মোরে ঠাঁই।"

সসংকোচে ভক্তবর কহিলেন তারে,

"আরে আরে অপবিত্র, দূর হয়ে যারে।"

সে কহিল, "চলিলাম"--চক্ষের নিমেষে

ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে।

ভক্ত কহে, "প্রভু, মোরে কী ছল ছলিলে!"

দেবতা কহিল, "মোরে দূর করি দিলে।

জগতে দরিদ্ররূপে ফিরি দয়াতরে,

গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে।"

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.