কালিদাসের প্রতি (kalidasher proti)

আজ তুমি কবি শুধু, নহ আর কেহ--

কোথা তব রাজসভা, কোথা তব গেহ,

কোথা সেই উজ্জয়িনী--কোথা গেল আজ

প্রভু তব, কালিদাস, রাজ-অধিরাজ।

কোনো চিহ্ন নাহি কারো। আজ মনে হয়

ছিলে তুমি চিরদিন চিরানন্দময়

অলকার অধিবাসী। সন্ধ্যাভ্রশিখরে

ধ্যান ভাঙি উমাপতি ভূমানন্দভরে

নৃত্য করিতেন যবে, জলদ সজল

গর্জিত মৃদঙ্গরবে, তড়িৎ চপল

ছন্দে ছন্দে দিত তাল, তুমি সেই ক্ষণে

গাহিতে বন্দনাগান--গীতিসমাপনে

কর্ণ হতে বর্হ খুলি স্নেহহাস্যভরে

পরায়ে দিতেন গৌরী তব চূড়া-'পরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.