মানসলোক (manaslok)

মানসকৈলাসশৃঙ্গে নির্জন ভুবনে

ছিলে তুমি মহেশের মন্দিরপ্রাঙ্গণে

তাঁহার আপন কবি, কবি কালিদাস।

নীলকণ্ঠদ্যুতিসম স্নিগ্ধনীলভাস

চিরস্থির আষাঢ়ের ঘনমেঘদলে,

জ্যোতির্ময় সপ্তর্ষির তপোলোকতলে।

আজিও মানসধামে করিছ বসতি;

চিরদিন রবে সেথা, ওহে কবিপতি,

শংকরচরিত গানে ভরিয়া ভুবন।--

মাঝে হতে উজ্জয়িনী-রাজনিকেতন,

নৃপতি বিক্রমাদিত্য, নবরত্নসভা,

কোথা হতে দেখা দিল স্বপ্ন ক্ষণপ্রভা।

সে স্বপ্ন মিলায়ে গেল, সে বিপুলচ্ছবি,

রহিলে মানসলোকে তুমি চিরকবি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.