অনন্ত পথে (onoto pothe)

বাতায়নে বসি ওরে হেরি প্রতিদিন

ছোটো মেয়ে খেলাহীন, চপলতাহীন,

গম্ভীর কর্তব্যরত, তৎপরচরণে

আসে যায় নিত্যকাজে; অশ্রুভরা মনে

ওর মুখপানে চেয়ে হাসি স্নেহভরে।

আজি আমি তরী খুলি যাব দেশান্তরে;

বালিকাও যাবে কবে কর্ম-অবসানে

আপন স্বদেশে; ও আমারে নাহি জানে,

আমিও জানি নে ওরে--দেখিবারে চাহি

কোথা ওর হবে শেষ জীবসূত্র বাহি।

কোন্‌ অজানিত গ্রামে কোন্‌ দূরদেশে

কার ঘরে বধূ হবে, মাতা হবে শেষে,

তার পরে সব শেষ--তারো পরে, হায়,

এই মেয়েটির পথ চলেছে কোথায়!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.