১৪ শ্রাবণ, ১৩০৩


 

প্রার্থনা (prarthona)


আজি   কোন্‌ ধন হতে বিশ্ব আমারে

               কোন্‌ জনে করে বঞ্চিত

তব     চরণকমলরতনরেণুকা

               অন্তরে আছে সঞ্চিত।

কত     নিঠুর কঠোর ঘরশে ঘরষে

               মর্মমাঝারে শল্য বরষে

              তবু প্রাণমন পীযূষপরশে

                   পলে পলে পুলকাঞ্চিত!

আজি   কিসের পিপাসা মিটিল না, ওগো

               পরম-পরান-বল্লভ।

চিতে   চিরসুধা করে সঞ্চার, তব

               সকরুণ করপল্লব।

হেথা    কত দিনে রাতে অপমানঘাতে

               আছি নতশির গঞ্জিত,

তবু     চিত্তললাট তোমারি স্বকরে

               রয়েছে তিলকরঞ্জিত।

হেথা    কে আমার কানে কঠিন বচনে

               বাজায় বিরোধঝঞ্ঝনা!

প্রাণে   দিবসরজনী উঠিতেছে ধ্বনি

               তোমারি বীণার গুঞ্জনা।

নাথ,    যার যাহা আছে তার তাই থাক্‌,

               আমি থাকি চিরলাঞ্ছিত।

শুধু     তুমি এ জীবনে নয়নে নয়নে

               থাকো থাকো চিরবাঞ্ছিত।

 

 

  •  
  •  
  •  
  •  
  •