শেষ কথা (shesh kotha)

মাঝে মাঝে মনে হয়, শত কথা-ভারে

হৃদয় পড়েছে যেন নুয়ে একেবারে।

যেন কোন্‌ ভাবযজ্ঞ বহু আয়োজনে

চলিতেছে অন্তরের সুদূর সদনে।

অধীর সিন্ধুর মতো কলধ্বনি তার

অতি দূর হতে কানে আসে বারম্বার।

মনে হয় কত ছন্দ, কত-না রাগিণী,

কত-না আশ্চর্য গাথা, অপূর্ব কাহিনী,

যতকিছু রচিয়াছে যত কবিগণে

সব মিলিতেছে আসি অপূর্ব মিলনে--

এখনি বেদনাভরে ফাটি গিয়া প্রাণ

উচ্ছ্বসি উঠিবে যেন সেই মহাগান।

অবশেষে বুক ফেটে শুধু বলি আসি--

হে চিরসুন্দর, আমি তোরে ভালবাসি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.