২৫ চৈত্র, ১৩০২


 

স্নেহগ্রাস (snehogras)


অন্ধ মোহবন্ধ তব দাও মুক্ত করি--

রেখো না বসায়ে দ্বারে জাগ্রত প্রহরী

হে জননী, আপনার স্নেহ-কারাগারে

সন্তানেরে চিরজন্ম বন্দী রাখিবারে।

বেষ্টন করিয়া তারে আগ্রহ-পরশে,

জীর্ণ করি দিয়া তারে লালনের রসে,

মনুষ্যত্ব-স্বাধীনতা করিয়া শোষণ

আপন ক্ষুধিত চিত্ত করিবে পোষণ?

দীর্ঘ গর্ভবাস হতে জন্ম দিলে যার

স্নেহগর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার?

চলিবে সে এ সংসারে তব পিছু-পিছু?

সে কি শুধু অংশ তব, আর নহে কিছু?

নিজের সে, বিশ্বের সে, বিশ্বদেবতার--

সন্তান নহে, গো মাতঃ, সম্পত্তি তোমার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •