প্রস্তরমূর্তি (prasarmurti)

হে নির্বাক্‌ অচঞ্চল পাষাণসুন্দরী,

দাঁড়ায়ে রয়েছ তুমি কত বর্ষ ধরি

অনম্বরা অনাসক্তা চির-একাকিনী

আপন সৌন্দর্যধ্যানে দিবসযামিনী

তপস্যামগনা। সংসারের কোলাহল

তোমারে আঘাত করে নিয়ত নিষ্ফল--

জন্মমৃত্যু দুঃখসুখ অস্ত-অভ্যুদয়

তরঙ্গিত চারি দিকে চরাচরময়,

তুমি উদাসিনী। মহাকাল পদতলে

মুগ্ধনেত্রে ঊর্ধ্বমুখে রাত্রিদিন বলে

"কথা কও, কথা কও, কথা কও প্রিয়ে!

কথা কও, মৌন বধূ, রয়েছি চাহিয়ে।'

তুমি চির  বাক্যহীনা, তব মহাবাণী

পাষাণে আবদ্ধ ওগো সুন্দরী পাষাণী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.