বাউলের সুর আমার নাই-বা হল পারে যাওয়া। যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া। নেই যদি-বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি, আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী বাওয়া। হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে, আমার সারা দিনের এই কি রে কাজ ও পার-পানে কেঁদে চাওয়া। কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা, আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া।
তোমার সাথে নিত্য বিরোধ আর সহে না-- দিনে দিনে উঠছে জমে কতই দেনা। সবাই তোমায় সভার বেশে প্রণাম করে গেল এসে, মলিন বাসে লুকিয়ে বেড়াই মান রহে না। কী জানাব চিত্তবেদন, বোবা হয়ে গেছে যে মন, তোমার কাছে কোনো কথাই আর কহে না। ফিরায়ো না এবার তারে লও গো অপমানের পারে, করো তোমার চরণতলে চির-কেনা।