© Kriya Unlimited, 2010 - 2023
কলিকাতা, ৬ ভাদ্র, ১৩২১
আলো যে
যায় রে দেখা--
হৃদয়ের পুব-গগনে
সোনার রেখা।
এবারে ঘুচল কি ভয়।
এবারে হবে কি জয়।
আকাশে হল কি ক্ষয়
কালির লেখা।
কারে ওই
যায় গো দেখা,
হৃদয়ের সাগরতীরে
দাঁড়ায় একা?
ওরে তুই সকল ভুলে
চেয় থাক্ নয়ন তুলে--
নীরবে চরণ-মূলে
মাথা ঠেকা।