সংযোজন - ১০ (amar bojha etoi kori bhari)

আমার বোঝা এতই করি ভারী--

তোমার ভার যে বইতে নাহি পারি।

          আমারি নাম সকল গায়ে লিখা,

    হয় নি পরা তব নামের টিকা--

              তাই তো আমায় দ্বার ছাড়ে না দ্বারী।

আমার ঘরে আমিই শুধু থাকি,

তোমার ঘরে লও আমারে ডাকি।

          বাঁচিয়ে রাখি যা-কিছু মোরে আছে

          তার ভাবনায় প্রাণ তো নাহি বাঁচে--

       সব যেন মোর তোমার কাছে হারি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.