৮৫ (bajiyechhile bina tomar)

বাজিয়েছিলে বীণা তোমার

          দিই বা না দিই মন।

আজ প্রভাতে তারি ধ্বনি

          শুনি সকল ক্ষণ।

কত সুরের লীলা সে যে

দিনে রাত্রে উঠল বেজে,

জীবন আমার গানের মালা

          করেছ কল্পন।

আজ শরতের নীলাকাশে,

          আজ সবুজের খেলায়,

আজ বাতাসের দীর্ঘশ্বাসে,

          আজ চামেলির মেলায়--

কত কালের গাঁথা বাণী

আমার প্রাণের সে গানখানি

তোমার গলায় দোলে যেন

          করিনু দর্শন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.